ফিলিস্তিনিদের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানান: নাকবা দিবসে ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i123234-ফিলিস্তিনিদের_প্রতি_ঐক্যবদ্ধভাবে_সমর্থন_জানান_নাকবা_দিবসে_ইরানের_আহ্বান
ইহুদিবাদী ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ঐতিহাসিক নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০২৩ ১৯:৫৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানান: নাকবা দিবসে ইরানের আহ্বান

ইহুদিবাদী ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ঐতিহাসিক নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে।

১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ।

অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিকে প্রতি বছর নাকবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা। এ উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই দিবসটি মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক বিপর্যয় এবং মুসলিম বিশ্বের হৃদয় ও পশ্চিম এশিয়ার কৌশলগত অঞ্চলে ক্যান্সারজনিত টিউমার সৃষ্টির কথাই স্মরণ করিয়ে দেয়।

এতে আরও বলা হয়, ইহুদিবাদী ইসরাইল নামক এই ক্যান্সারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করতে হবে এবং মজলুম ফিলিস্তিনিদের সংগ্রামে সমর্থন দিতে হবে।

ফিলিস্তিনিদের ওপর ৭৫ বছর আগে শুরু হওয়া অবর্ণনীয় ঐ বিপর্যয় এখনও কাটেনি।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।