জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে গুলিবর্ষণ; ২ জন নিহত
(last modified Thu, 29 Jun 2023 10:29:54 GMT )
জুন ২৯, ২০২৩ ১৬:২৯ Asia/Dhaka
  • জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে গুলিবর্ষণ; ২ জন নিহত

সৌদি আরবের জেদ্দা শহরের মার্কিন কনস্যুলেট ভবনের সামনে এক গুলিবর্ষণের ঘটনায় দু’জন নিহত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জেদ্দাস্থ মার্কিন দূতাবাসের কাছে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা।

এ সময় ওই ব্যক্তি নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।  এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী ব্যক্তি নিহত হয় বলে এসপিএ জানিয়েছে।

এছাড়া, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত একজন রক্ষীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যায়।

জেদ্দা শহরে এমন সময় এ ঘটনা ঘটল যখন ওই নগরী থেকে ৭০ কিলোমিটার দূরে পবিত্র মক্কা নগরীতে সারাবিশ্ব থেকে আগত প্রায় আঠারো লাখ হাজি হজের আনুষ্ঠানিকতা পালন করছেন। জেদ্দা শহরের মার্কিন কনস্যুলেটে এর আগে ২০১৬ সালের ৪ জুলাই মার্কিন স্বাধীনতা দিবসের দিন হামলা হয়েছিল। এছাড়া, ২০০৪ সালের ডিসেম্বরেও জেদ্দা শহরের মার্কিন কনস্যুলেটের কাছে হামলা হয়। তবে বুধবারের হামলাকারীর উদ্দেশ্য সম্পর্ক এখনও কিছু জানা যায়নি।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ