ইহুদিবাদী ইসরাইল জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঝড় তীব্রতর হচ্ছে
(last modified Sun, 16 Jul 2023 10:44:47 GMT )
জুলাই ১৬, ২০২৩ ১৬:৪৪ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইসরাইলে নেতানিয়াহুর বিচারিক সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইহুদিবাদী পত্রিকা হারেৎজ এক প্রতিবেদনে আরও লিখেছে: গত কয়েক মাস ধরে অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে কয়েক ডজন শহর নেতানিয়াহুর অতি-ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভে বিক্ষোভে মুখরিত ছিল।

এসব শহরের মধ্যে তেল আবিব, হাইফা, অধিকৃত জেরুজালেম, বেইর আস-সাবাহ, রিশোন লেজিওন এবং হার্জলিয়া অন্যতম। বিক্ষুব্ধ ইসরাইলিরা নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং ইহুদিবাদী শাসকের বিচার বিভাগীয় সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

আল-মায়াদিন নেটওয়ার্ক আরও জানিয়েছে, ইহুদিবাদী সংবাদপত্র হারেৎজ আজ (রবিবার) এক প্রতিবেদনে লিখেছে: নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপর চাপ সৃষ্টি করার জন্য ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপর চাপ বৃদ্ধির ফলে অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি এখন 'ব্যাঘাত' থেকে 'প্যারালাইসিসে পরিণত হয়েছে। বিক্ষোভ এখন সমগ্র অধিকৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে জানায় মায়াদিন।

হারেৎজ আরও লিখেছে বিক্ষোভকারীদের পরিকল্পনার মধ্যে রয়েছে বিক্ষোভের বৃত্ত সম্প্রসারিত করা, সেনাবাহিনীতে দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবকদের অনীহা বৃদ্ধি করা, বড় কোম্পানি এবং শ্রমিক সংগঠনের ওপর চাপ সৃষ্টি করা এবং আগামী সপ্তাহে বিচার বিভাগীয় সংস্কারের আইনী প্রক্রিয়া বাতিল করার লক্ষ্যে দখলকৃত অঞ্চলে ধর্মঘটের ডাক দেওয়া।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ