তিন ফিলিস্তিনিকে শহীদ করল ইহুদিবাদী সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i125980
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালের দিকে ইসরাইলি সেনারা এই হত্যাকাণ্ড চালায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৫, ২০২৩ ১৪:৪১ Asia/Dhaka
  • এই গাড়িতে থাকা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।
    এই গাড়িতে থাকা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালের দিকে ইসরাইলি সেনারা এই হত্যাকাণ্ড চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নাবলুস শহরের আল-তুর এলাকায় এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দখলদার সেনারা কয়েক ঘন্টা ধরে নাবলুস শহরের আল-তুর এলাকা অবরুদ্ধ করে রাখে এবং সেখানে চিকিৎসা কর্মী ও সাংবাদিকদের যেতে বাধা দেয়। এছাড়া, ইহুদিবাদী সেনারা একটি গাড়ি এবং শহীদ ফিলিস্তিনিদের মৃতদেহ আটকে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইহুদিবাদী সেনাদের এই বর্বরতার প্রমাণ যাতে না থাকে এজন্য তারা ওই এলাকার সিসি ক্যামেরা ধ্বংস করে ফেলে।

এদিকে, বর্বর ইহুদিবাদী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা ফিলিস্তিনের তিনজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করেছে। তারা দাবি করেছে, এই তিন ফিলিস্তিনির কাছ থেকে তিনটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং অন্যান্য সরঞ্জাম ও তাদের গাড়িটি জব্দ করা হয়। ইহুদিবাদী সেনাদের আজকের এই বর্বরতা সম্পর্কে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, “ইহুদিবাদী সেনারা বর্বরতার তালিকায় নতুন একটি অপরাধ যুক্ত করল। এই তিন ফিলিস্তিনি শহীদের ঘটনায় ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ দুর্বল হবে না বরং আমাদের তরুণেরা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই পথে চলা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/২৫