রামাল্লা ও তুলকারমে ইহুদিবাদীদের গুলিতে ২ ফিলিস্তিনি তরুণ শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i126440
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে বুরকা গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৫, ২০২৩ ১১:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনী
    ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে বুরকা গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শুক্রবার) ১৯ বছর বয়সী জেসা জামাল মেতান নামে এই তরুণ শহীদ হন।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুযায়ী অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে ইসরাইলি সেনরাও বুরকা গ্রামে হামলা চালায়। গ্রামটির অধিবাসীরা জানিয়েছেন, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অস্ত্র নিয়ে ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনার ওপর গুলিবর্ষণ করে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় গ্রামের তরুণ যুবকরা পাথর নিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করলে তাদের ওপর গুলি চালায় ইহুদীবাদীরা। এতে জেসা জামালের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হয়।এদিকে, পূর্ব তুলকারম শহরের একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের হামলায় আরেক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১৮ বছর বয়সী এই ব্যক্তির নাম মাহমুদ আবু সায়ান। তাকে ইহুদিবাদী সেনারা খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে।

এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন।এক বিবৃতিতে হামাস শহীদ পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা জানিয়ে বলেছে, বীর প্রতিরোধ যোদ্ধাদের প্রতি স্যালুট যারা সাহসের সঙ্গে শরণার্থী শিবির রক্ষা এবং আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করেছেন। ইসলামি জিহাদ আন্দোলন এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছে, “ইহুদিবাদীদের এই হামলা এবং হত্যাযজ্ঞ আমাদের জনগণের মধ্যকার প্রতিরোধ সংগ্রামের ইচ্ছাকে দুর্বল করতে পারবে না।”#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।