ইসরাইলি জেনারেলের আশংকা
ভবিষ্যত যুদ্ধে সেনাবাহিনী ভেঙে পড়বে; সংঘাত এড়াতে নেতানিয়াহুকে পরামর্শ
ইহুদিবাদী ইসরাইলের একজন অবসরপ্রাপ্ত জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিকট ভবিষ্যতের যেকোনো যুদ্ধে ইসরাইলের সেনাবাহিনী ভেঙে পড়বে। সম্ভাব্য বিপর্যয় এড়াতে তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সংঘাত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
দখলদার ইসরাইলি বাহিনীর সাবেক অপারেশন্স বিভাগের প্রধান মেজর জেনারেল ইসরাইল যিভ গতকাল (বুধবার) এসব কথা বলেন। লেবানন ও ইসরাইলকে বিভক্ত করা সীমান্তবর্তী কাজার গ্রামের কাছে হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরাইলি সেনাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে জেনারেল যিভ বক্তব্য রাখেন।
তিনি দাবি করেন, লেবানন ও ইসরাইলের সীমানা বেড়ার কাছে চলমান উত্তেজনার কারণে ইসরাইলি সেনারা আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে। চলমান উত্তেজনার জন্য তিনি তার ভাষায় হিজবুল্লাহর উসকানিকে দায়ী করেন। ইসরাইলের এই জেনারেল বলেন, পাল্টাপাল্টি হুমকি ও উসকানির কারণে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
তিনি বলেন, নেতানিয়াহু প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন নীতির কারণে ইসরাইলের সামরিক বাহিনী বিধ্স্ত হতে পারে। জেনারেল যিভ বলেন, হিজবুল্লাহ ও ইরান ইসরাইলের ভেতরকার অবস্থা পর্যবেক্ষণ করছে। তারা মনে করে, ইসরাইল সবচেয়ে দুর্বল অধ্যায় পার করছে।
এর আগে গত ১৪ আগস্ট হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ২০০৬ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় বলেছেন, ইসরাইল যদি নতুন করে কোনো যুদ্ধ শুরু করে তাহলে তাদেরকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৩১