মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের তথ্য
রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হলো সবচেয়ে দীর্ঘ পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র
ইয়েমেন সীমান্তে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞে জড়িত সৌদি সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা এবং জার্মানির সামরিক বিশেষজ্ঞরা। ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান এই খবর দিয়েছে।
রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতকে সামরিক কাজে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ আজ শুক্রবার এ কথা ঘোষণা করেছেন।
সারমাত হচ্ছে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা কমপক্ষে ১১ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র ১০ টন ওজনের ওয়ার হেড বহন করতে পারে। ধারণা করা হচ্ছে রাশিয়ার ভান্ডারে যে সমস্ত পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে এটিই হবে সবচেয়ে ভারী এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।
গত বছর এর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জানিয়েছিলেন, সারমাত ক্ষেপণাস্ত্র শত্রুর এন্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে পরাস্ত করতে পারে কারণ এটি চলার সময় গতিপথ পরিবর্তন করতে পারে।
রাশিয়ার হাতে যে তুলনামূলক কমপল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো আর্কটিকের উপর দিয়ে উড়ে গিয়ে আমেরিকায় আঘাত হানতে পারে এবং এজন্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য এই পথে আমেরিকা স্থল ইন্টারসেপ্টর বসিয়েছে।গত ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের কাজ এরইমধ্যে শুরু হয়েছে এবং ২০২৩ সালের মধ্যে এটি পুরোপুরিভাবে ব্যবহারের উপযোগী করে তোলা হবে।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।