সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১৪:০৩ Asia/Dhaka
  • জর্ডানের সংসদ
    জর্ডানের সংসদ

ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের একটি বাড়িতে পাঁচ নারীকে বিবস্ত্র করে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তল্লাশি চালানোর ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন জর্ডানের এমপিরা। তারা তাদের দেশ থেকে ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসব এমপি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিবস্ত্র করে ফিলিস্তিনি নারীদের দেহে তল্লাশি চালানোর মধ্যদিয়ে ইসরাইলি সেনাদের নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে।

জর্দানের জাতীয় সংসদের প্রতিনিধি পরিষদের ৫৯ জন সদস্য এই বিবৃতিতে সই করেছেন। তারা সুস্পষ্ট করে বলেছেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার মুখে ইসরাইলের সরকার ও সেনারা এই পর্যায়ে পৌঁছেছে।১৩০ আসনের প্রতিনিধি পরিষদের এসব সদস্য তাদের বিবৃতিতে জর্দান থেকে বহিষ্কার এবং সরকারের উচ্চপর্যয় থেকে ইসরাইলি সেনাদের জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার আহ্বান জানান।

পাশাপাশি এসব জঘন্য কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে তা প্রত্যাখ্যান করার কথা বলেছেন জর্দানের সংসদ সদস্যরা।গত ১০ জুলাই সকালে আল-খলিল শহরের একটি বাড়িতে দুইজন ইসরাইলি নারী সেনা ফিলিস্তিনি পাঁচ নারীকে বিবস্ত্র করে তল্লাশির মতো ঘৃণ্য অপরাধ করেছে।

ওই দুই সেনা ৫৩ বছর বয়সী একজন মা, তার ১৭ বছর বয়সী মেয়ে এবং তিন ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়।ইসরাইল সেনাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোঃ সাতাইয়া এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা। এছাড়া, হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন এই জঘন্য অপরাধের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ