ইসরাইলের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত পাল্টান, এটা ফিলিস্তিনিদের সমস্যা বাড়াবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i129014-ইসরাইলের_সঙ্গে_সম্পর্কের_সিদ্ধান্ত_পাল্টান_এটা_ফিলিস্তিনিদের_সমস্যা_বাড়াবে_হামাস
দখলদার ইসরাইলের সঙ্গে যেসব দেশ আপোষের পথে রয়েছে তাদেরকে আবারও ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত পাল্টান, এটা ফিলিস্তিনিদের সমস্যা বাড়াবে: হামাস

দখলদার ইসরাইলের সঙ্গে যেসব দেশ আপোষের পথে রয়েছে তাদেরকে আবারও ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

১৯৭৩ সালের ৬ অক্টোবরের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে সংগঠনটি আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের যেসব আরব ও মুসলিম ভাইয়েরা দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার পথে এগিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা এই পথ থেকে সরে আসুন। কারণ এই পদক্ষেপ মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাসের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।'

ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ার কারণে এই খুনি রাষ্ট্রযন্ত্র আরও উদ্ধত আচরণ করবে এবং সহিংসতা বাড়িয়ে দেবে।

হামাসের বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ নেই। তবে ধারণা করা হচ্ছে তারা সৌদি আরবকে উদ্দেশ্য করেই এই সব বক্তব্য দিয়েছে। কারণ সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ার বিষয়ে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে।#   

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।