রাফাহ ক্রসিং পেরিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে
অবশেষে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে বলে আল-জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে।
মিশর থেকে ছোট একটি কনভয় অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্য সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করার সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছে হামাস। হামাসের মিডিয়া অফিস ইতোপূর্বে জানিয়েছিল, আজ যে ত্রাণবাহী ২০ টি ট্রাক গাজায় প্রবেশের কথা রয়েছে তাতে রয়েছে ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং সীমিত পরিমাণ টিনজাত খাদ্যপণ্য। ৩ হাজার টনের মতো ত্রাণবাহী ২ শতাধিক ট্রাক গাজায় প্রবেশ করার জন্য কয়েকদিন ধরে ক্রসিংয়ের কাছে অবস্থান করছিল।
মিশর এবং গাজার মধ্যবর্তী রাফাহ ক্রসিংটি ইসরাইল অবরোধ করে রেখেছে দীর্ঘকাল ধরে। পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে মিশর সীমান্তের ওই রাফাহ ক্রসিং।
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।