অক্টোবর ২৭, ২০২৩ ১৪:৫০ Asia/Dhaka
  • আমির-আব্দুল্লাহিয়ান
    আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান শুরুর দিন যেসব বেসামরিক ব্যক্তিদের আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। তিনি বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতায় একথা জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আমাদের সঙ্গে আলোচনায় হামাস বেসামরিক বন্দিদের মুক্ত করে দিতে রাজি হয়েছে।” তিনি বলেন, “তার বিনিময়ে বিশ্ব নেতাদেরকে ইসরাইলি কারাগারে আটক ৬,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে।”

লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় হামাস তার হাতে আটক বেসামরিক নাগরিকদেরকে ইরানের কারাগারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। তবে এই হস্তান্তর একতরফা হবে নাকি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি নিউজ চ্যানেলটি।

আমির-আব্দুল্লাহিয়ানের বক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন তার উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি মস্কোয় রুশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি মন্ত্রীর সঙ্গে রুশ মন্ত্রীদের সাক্ষাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানকার দুর্গত মানুষদের জন্য ব্যাপক ভিত্তিতে মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে, হামাসের একটি উচ্চ-পদস্থ প্রতিনিধিদলও এখন রুশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে মস্কোয় অবস্থান করছে। হামাসের রাজনৈতিক পরিষদের সিনিয়র সদস্য মূসা আবু মারজুক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তারা গাজার রাফাহ ক্রসিংয়ে আটকের পড়া রাশিয়াসহ অন্যান্য দেশের নাগারিকদের ওই উপত্যকা থেকে বেরিয়ে আসার সুযোগ সৃষ্টি করা নিয়েও আলোচনা করেছেন।

বাকেরি ও মারজুকের একই সময়ে মস্কোয় অবস্থান করার কথা নিশ্চিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, এ সংক্রান্ত পরবর্তী তথ্য সময়মতো জানিয়ে দেয়া হবে। ইহুদিবাদী ইসরাইল মস্কোয় হামাসের প্রতিনিধিদলের উপস্থিতির ব্যাপারে প্রচণ্ড উষ্মা প্রকাশ করেছে এবং ওই প্রতিনিধিদলকে অবিলম্বে রাশিয়া থেকে বহিষ্কার করা আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ