সব রেকর্ড ভঙ্গ: ইসরাইলি আগ্রাসনে মারা গেছেন ৪৬ জন সাংবাদিক
https://parstoday.ir/bn/news/west_asia-i130328-সব_রেকর্ড_ভঙ্গ_ইসরাইলি_আগ্রাসনে_মারা_গেছেন_৪৬_জন_সাংবাদিক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনের ফিলিস্তিনের যে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন তার চেয়ে এবার বেশি সাংবাদিক মারা গেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • আবু ওবায়দা
    আবু ওবায়দা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনের ফিলিস্তিনের যে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন তার চেয়ে এবার বেশি সাংবাদিক মারা গেছেন।

১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছিলেন।গতকাল (শনিবার) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বেশিরভাগ সাংবাদিক নিহত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায়।

তবে অনেকেই নিহত হয়েছেন ইসরাইলি বাহিনীর বিমান হামলায়। অনেক সাংবাদিকের বাড়ির ওপর বোমা বর্ষণ করেছে বর্ণবাদী সেনারা।নিহত সাংবাদিকদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। ইসরাইলি আগ্রাসনের মধ্যেও মাতৃভূমি এবং ফিলিস্তিন জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এসব সাংবাদিক জীবন দিয়ে বিরাট অবদান রেখেছেন বলে মিডিয়া অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত সাংবাদিকরা সবাই সত্যকে রক্ষার জন্য জীবন দিয়েছেন।গত সাত অক্টোবর ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর নজিরবিহীন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

এই বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ৯,৫৭২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।