গাজায় ইসরাইলের আরও ১ ট্যাংক ও ৪ সামরিক যান ধ্বংস
(last modified Mon, 06 Nov 2023 13:44:09 GMT )
নভেম্বর ০৬, ২০২৩ ১৯:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাংক
    ইসরাইলি ট্যাংক

ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড ইসরাইলের আরও একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে।

হামাসের এই সামরিক শাখা আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, গাজার 'আশ-শাতি' শরণার্থী শিবির ও 'আশ-শেইখ রেজোয়ান' এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয়। এগুলো ধ্বংস করতে 'ইয়াসিন-১০৫' রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, দক্ষিণ গাজায় ইসরাইলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও 'ইয়াসিন-১০৫' ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে।

অবশ্য হামাসের আল-আকসা টিভি চ্যানেল ইসরাইলের আরও ১০টি সাজোয়া ধ্বংসের খবর দিয়েছে। কোনো কোনো সূত্র গাজায় ইসরাইলের আরও ২০ জন সেনাকে হত্যার খবর দিয়েছে।

গাজায় গত ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।