ইসরাইলি বিমান হামলায় আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i130688-ইসরাইলি_বিমান_হামলায়_আশ_শিফা_হাসপাতালের_কার্ডিয়াক_বিভাগ_ধ্বংস
গাজা উপত্যকার স্বাস্থ্য উপমন্ত্রী ইউসুফ আবু রিশ জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফার কার্ডিয়াক বিভাগ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইসরাইলি দখলদাররা কার্ডিয়াক ভবনটি একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এর আশাপাশে প্রচণ্ড সংঘর্ষ চলছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০২৩ ১৯:০৬ Asia/Dhaka
  • ইসরাইলি বিমান হামলায় আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ ধ্বংস

গাজা উপত্যকার স্বাস্থ্য উপমন্ত্রী ইউসুফ আবু রিশ জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফার কার্ডিয়াক বিভাগ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইসরাইলি দখলদাররা কার্ডিয়াক ভবনটি একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এর আশাপাশে প্রচণ্ড সংঘর্ষ চলছে। 

আবু রিশ আজ (রোববার) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ইহুদিবাদীরা আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। বিমান হামলায় দোতলা ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। 

আশ-শিফা হাসপাতালটি উত্তর গাজায় অবস্থিত। বর্তমানে হাসপাতালটি ইসরাইলি সেনারা ট্যাংক দিয়ে ঘিরে রেখেছে। হাসপাতালটি এরইমধ্যে জ্বালানির অভাবে বন্ধ হয় গেছে।  

হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেন, ১৫ হাজার মানুষ এই হাসাপতালে রয়েছেন তাদের কেউ রোগী আবার কেউ আশ্রয়গ্রহণকারী উদ্বাস্তু। তারা সবাই এখন এই হাসপাতালে আটকা পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।