গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ বন্ধে ইরান ও কাতারি পররাষ্ট্রমন্ত্রীর জোর দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i130796-গাজায়_ইসরাইলি_যুদ্ধাপরাধ_বন্ধে_ইরান_ও_কাতারি_পররাষ্ট্রমন্ত্রীর_জোর_দাবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যে বর্বর আগ্রাসন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চলছে তার দ্রুত অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২৩ ১১:২৮ Asia/Dhaka
  •  গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ বন্ধে ইরান ও কাতারি পররাষ্ট্রমন্ত্রীর জোর দাবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যে বর্বর আগ্রাসন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চলছে তার দ্রুত অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি টেলিফোনে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইসরাইলের আগ্রাসন বন্ধের জন্য জোরালো দাবি জানান। একই সাথে দুই মন্ত্রী গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা গাজা ও ফিলিস্তিনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

দুই মন্ত্রী বলেন, গাজায় যে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চলছে তাতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অবশ্যই দ্রুত এই যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় উদ্বাস্তু লোকজনের কাছে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ দিতে হবে।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের যে অপরাধ চলছে তা অবসানের বিষয়ে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে সে সম্পর্কেও কাতার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন। গাজায় কাতারের পুনর্নির্মাণ বিষয়ক কমিটির সদর দপ্তরে ইসরাইলের বোমা হামলার বিষয়টিও আলোচনা করা হয়।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১১ হাজার ২৫০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, বর্বর দখলদার সেনারা পানি, জ্বালানি, বিদ্যুৎ এবং খাদ্য সরবরাহের সমস্ত ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।