মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কাতারের প্রশংসা
হামাস-ইসরাইল বন্দী বিনিময় চুক্তি: সাধুবাদ জানালো রাশিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে রাশিয়া। এই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশেষ ভূমিকা রাখায় দেশটিকে সাধুবাদ জানিয়েছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (বুধবার) রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়া পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই প্রশংসা করেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি এমন একটি বিষয় যার জন্য সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া আহ্বান জানিয়ে আসছিল। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কাতার বাস্তব ভূমিকা পালন করেছে বলে জাখারোভা উল্লেখ করেন। এই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।
এদিকে, চুক্তির পর কাতারের প্রধান আলোচক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ আল-খোলাইফি যুদ্ধবিরতির এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।