অধিকৃত পশ্চিম তীরেও শাহাদাৎপিয়াসী হামলা: ২ ইসরাইলি সেনা আহত
(last modified Thu, 30 Nov 2023 15:16:21 GMT )
নভেম্বর ৩০, ২০২৩ ২১:১৬ Asia/Dhaka
  • অধিকৃত পশ্চিম তীরেও শাহাদাৎপিয়াসী হামলা: ২ ইসরাইলি সেনা আহত

পশ্চিম তীরে দখলদার ইসরাইলের দুই সেনাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ফিলিস্তিনি সংগ্রামী। দুই সেনাই প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছে।

পশ্চিম তীরের আগওয়ার এলাকায় অবৈধ ইহুদি উপশহরে ইসরাইলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র তাদের দুই সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আল-কুদস দখলদার ইসরাইলি বাহিনী ঐ অভিযান পরিচালনাকারীকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, ঐ এলাকায় গুলিতে আহত এক ফিলিস্তিনিকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঘাতক বাহিনী গাড়িটিকে সেখানে যেতে দেয়নি।

পশ্চিম তীরে নির্বিচারে ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে ইসরাইলি বাহিনী, তারা শিশুদেরকেও রেহাই দিচ্ছে না। গত কয়েক দিনে সেখানে শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#   

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।