গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১০০-র বেশি সেনা নিহত
(last modified Mon, 11 Dec 2023 12:40:44 GMT )
ডিসেম্বর ১১, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত তাদের ১০১ জন সেনানিহত হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজায় এই স্থল অভিযান শুরু করে। তবে গাজার উপর বর্বর বাহিনী ৭ অক্টোবর থেকে আগ্রাসন অব্যাহত রেখেছে।

আজ (সোমবার) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আরো ৪ সেনা গাজায় নিহত হয়েছে এবং এই নিয়ে মোট নিহত সেনা সংখ্যা ১০১-এ দাঁড়ালো। গতকাল গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে যে চার সেনা নিহত হয়েছে তার মধ্যে তিনজন মারা গেছে দক্ষিণ গাজায় সম্মুখ যুদ্ধে। 

গতকাল ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪২৫ সেনা নিহত হয়েছে। এছাড়া, ১৫৯৩ জন সেনা আহত হয়েছে। এরমধ্যে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে ৫৫৯ জন সেনা। তবে শনিবার ইসরাইলের ইয়িদিয়োত অহরোনথ পত্রিকা জানিয়েছে, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় পাঁচ হাজারের বেশি সেনা আহত হয়েছে যার মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে।

এদিকে, হিব্রু ভাষার হারেৎজ পত্রিকা সামরিক বাহিনীর প্রকাশ করার সংখ্যা এবং হাসপাতালে চিকিৎসা নেয়া সেনা সংখ্যার তথ্য যাচাই করেছে। তাতে দেখা গেছে- সামরিক বাহিনীর দেয়া তথ্য এবং আহত সেনারা যেসব হাসপাতালে চিকিৎসা নিয়েছে তাদের দেয়া তথ্যের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে।

হারেৎজের খবরে বলা হয়েছে, সামরিক বাহিনী যে আহত সেনা সংখ্যা জানিয়েছে তার চেয়ে হাসপাতালগুলো থেকে পাওয়া সংখ্যা প্রায় দ্বিগুণ হবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ