সৌদি আরবসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
https://parstoday.ir/bn/news/west_asia-i132052-সৌদি_আরবসহ_কয়েকটি_দেশের_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক
ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভায় বৈঠকে মিলিত হয়েছেন। বিশ্ব শরণার্থী ফোরামের আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে তাঁরা সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৩ ১৬:২০ Asia/Dhaka
  • সৌদি আরবসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভায় বৈঠকে মিলিত হয়েছেন। বিশ্ব শরণার্থী ফোরামের আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে তাঁরা সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Image Caption

উল্লেখ্য যে, মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী "অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি: আন্তর্জাতিক মানবাধিকার প্রীতি ও বিশ্ব মানবাধিকার ঘোষণা" বিষয়ক সম্মেলনে যোগ দিতে এবং একইসঙ্গে বিশ্ব শরণার্থী পরিষদের দ্বিতীয় বৈঠকে অংশ নিতে জেনেভা সফরে যান।

আমির আবদুল্লাহিয়ান গতকালও তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আম্মার এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু'হাবিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁদেও সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।