‘গাজা যুদ্ধে ইসরাইল সন্দেহাতীতভাবে পরাজিত হয়েছে’
ফিলিস্তিনিরা ইসরাইলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে: বাশার আল-আসাদ
-
বাশার আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলের চলমান গণহত্যায় পাশ্চাত্যের দ্বিধাহীন সমর্থন সত্ত্বেও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলকে ‘সন্দেহাতীত’ পরাজয়ের স্বাদ দিয়েছে।
তিনি গতকাল (সোমবার) রাজধানী দামেস্কে ক্ষমতাসীন দলের এক বৈঠকে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন। বাশার আল-আসাদ বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা ইসরাইলের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেয়া সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যে ইসরাইলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিন সম্পর্কে সত্য তথ্য তুলে ধরে বিশ্ববাসীর সামনে ইহুদিবাদীদের মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করে দিয়েছে।
তিনি বলেন, বিশ্ববাসীর সামনে আজ ইহুদিবাদী ইসরাইলের ‘সন্ত্রাসী চরিত্র’ উন্মোচিত হয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সিরিয়াসহ সব আরব দেশের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে বলেও তিনি মন্তব্য করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধের ফলাফল যাই হোক না কেন এই যুদ্ধ বহু বছর ও বহু প্রজন্মের জন্য ঐতিহাসিক বাস্তবতাকে পরিবর্তন করে দিয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় যা এখনও তেল আবিবের দখলে রয়েছে। দামেস্ক কখনও অধিকৃত গোলান মালভূমির ওপর নিজের সার্বভৌমত্বের অধিকার ত্যাগ করেনি। সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে যাচ্ছে ইহুদিবাদী সেনারা। বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই হামলার মাত্রা বেড়ে গেছে।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।