ফিলিস্তিন সংকট:
গাজাসহ বিভিন্ন এলাকায় জল-স্থল ও আকাশপথে ইসরাইলি হামলা অব্যাহত
গাজায় জল-স্থল এবং আকাশপথে ইসরাইলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাাজ এবং কেন্দ্রিয় গাজার ওপর ইসরাইলি সেনারা বিমান এবং কামানের সাহায্যে হামলা চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রিয় গাজার জাওয়াইদাহ এলাকায় বোমা হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে সামা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।
আন-নাসিরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাউদ্দিন সড়কের আশেপাশে ব্যাপক কামানের গোলা নিক্ষেপ করেছে বর্ণবাদী ইসরাইলি সেনারা। আল-মাগাজি শরণার্থী শিবিরেও তারা কামানের গোলা নিক্ষেপ করে ৩জন ফিলিস্তিনিকে শহীদ করেছে। দেইর-আল-বালাহ এবং আলবারিজ এলাকাতেও তারা গোলাবর্ষণ করেছে। দেইর-আল-বালাহ উপকূলীয় সাংস্কৃতিক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অঅবাসিক এলাকার ওপর নৌ-বহর থেকে বোমাবর্ষণ করেছে। নাবলুসের পূর্বাঞ্চলীয় রুজিব এলাকার ওপরও তাদের হামলায় এক ফিলিস্তিনি আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। রামাল্লাহর উত্তরাঞ্চলীয় আলজালযুন শরণার্থী শিবিরের ওপরও বর্বর ইসরাইলি সেনারা হামলা চালিয়েছে।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।