বাইডেন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে আরো এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ
(last modified Fri, 05 Jan 2024 08:47:31 GMT )
জানুয়ারি ০৫, ২০২৪ ১৪:৪৭ Asia/Dhaka
  • বাইডেন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে আরো এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতি আমেরিকা অন্ধভাবে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলে বাইডেন প্রশাসন থেকে আরো এক কর্মকর্তা পদত্যাগ করেছেন।

তারিক হাবাশ নামে এ কর্মকর্তা প্রেসিডেন্ট বাইডেনের পলিসি অ্যাডভাইজারের পদ থেকে বুধবার সরে দাঁড়ান। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাবাশ পদত্যাগ পত্রে জানিয়েছেন, যে প্রশাসন সমস্ত মানুষের জীবনকে একইভাবে মূল্য দিতে পারে না তিনি সেই প্রশাসনের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

হাবাশ তার পদত্যাগ পত্রে আরো বলেছেন, “বাইডেন-হ্যারিস প্রশাসন লাখ লাখ নিরপরাধ মানুষের জীবন বিপদের মুখে ফেলেছে যার সর্বশেষ উদাহরণ ফিলিস্তিনের গাজা উপত্যকার ২৩ লাখ মানুষ যারা ইসরাইল সরকারের লাগাতার হত্যাকাণ্ড ও জাতিগত নির্মূল অভিযানের শিকার। ফিলিস্তিনিদের জীবনের ওপর ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে যাকে বিশেষজ্ঞরা গণহত্যার অভিযান বলে আখ্যা দিয়েছেন, সে ব্যাপারে বাইডেন প্রশাসন চোখ বন্ধ রাখার নীতি গ্রহণ করেছে। এ অবস্থায় আমি চুপ থাকতে পারি না।”

গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার নিরপরাধ অসহায় মানুষের ওপর লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধ চালিয়ে আসছে। ইসরাইলি বোমা হামলায় এ পর্যন্ত ২২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এরপরেও আমেরিকা ইসরাইলকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত পিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। শুধু তাই নয়, ইসরাইলের এই বর্বরতার পরও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বুধবার বলেছেন, তারা গাজায় ইসরাইলের পক্ষ থেকে কোনো যুদ্ধাপরাধ দেখছেন না।# 

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।