গাজায় গণহত্যা চালানোর জন্য বাইডেন ইসরাইলকে ব্ল্যাংক চেক দিতে পারেন না
(last modified Sat, 06 Jan 2024 09:14:31 GMT )
জানুয়ারি ০৬, ২০২৪ ১৫:১৪ Asia/Dhaka
  • গাজায় শিশু হত্যা
    গাজায় শিশু হত্যা

আমেরিকার ডেমোক্র্যাটিক দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরাইলকে বাইডেন প্রশাসন ব্ল্যাংক চেক দিতে পারে না। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এই ধরনের ব্ল্যাংক চেক লেখা বন্ধ করা উচিত।

মার্কিন প্রশাসন যখন দখলদার ইসরাইলকে নিঃশর্তভাবে একের পর এক অর্থ এবং সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তখন এলিজাবেথ ওয়ারেন এই হুঁশিয়ার উচ্চারণ করলেন।

তিনি বললেন, যখন ইসরাইলকে সামরিক সহায়তা দেয়ার প্রশ্ন আসছে তখন আমেরিকা তেল আবিবের উগ্র ডানপন্থী সরকারকে ব্ল্যাংক চেক দিতে পারে না। কারণ তারা ফিলিস্তিনি জনগণের জীবনকে তুচ্ছ জ্ঞান করে।

এলিজাবেথ ওয়ারেন আরো বলেন, আমেরিকার উচিত সামরিক সহযোগিতার ক্ষেত্রে ইসরাইলের ওপর শর্ত আরোপ করা এবং সব পক্ষকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যেতে বাধ্য করা।

এলিজাবেথ ওয়ারেন হচ্ছেন আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সর্বোচ্চ পর্যায়ের কোনো সিনেটর যিনি ইসরাইলকে সামরিক সহযোগিতা দেয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনকে শর্ত আরোপ করার কথা বললেন। এর আগে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকা বিপুল অর্থের সামরিক সহায়তা দিয়েছে। এছাড়া আরো এক হাজার কোটি ডলারের নিঃশর্ত সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা নিয়েছে বাইডেন প্রশাসন।

আমেরিকার এই সমস্ত সহযোগিতা ইসরাইলকে যেমন গণহত্যা চালাতে আরো বেশি উৎসাহী করে তুলছে, তেমনি ইসরাইলি বাহিনীর সামরিক সক্ষমতা বেড়ে যাচ্ছে। এতে প্রতিদিন ফিলিস্তিনের শত শত নারী ও শিশু শহীদ হচ্ছে।

তিন মাসের যুদ্ধে ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত ২২ হাজার ৬০০ মানুষ শহীদ হয়েছেন যার শতকরা ৭০ ভাগ নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬