ইসরাইলের হাইফায় হামলা চালিয়েছি, আরও দূরে হামলার ক্ষমতা আছে: ইরাকি নুজাবা
https://parstoday.ir/bn/news/west_asia-i133116-ইসরাইলের_হাইফায়_হামলা_চালিয়েছি_আরও_দূরে_হামলার_ক্ষমতা_আছে_ইরাকি_নুজাবা
দখলদার ইসরাইলের হাইফাতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পর নুজাবা আন্দোলন বলেছে, তারা হাইফা থেকেও দূরবর্তী স্থানে হামলা চালাতে সক্ষম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৪ ২০:৫৫ Asia/Dhaka
  • ইরাকের একদল প্রতিরোধ যোদ্ধা
    ইরাকের একদল প্রতিরোধ যোদ্ধা

দখলদার ইসরাইলের হাইফাতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পর নুজাবা আন্দোলন বলেছে, তারা হাইফা থেকেও দূরবর্তী স্থানে হামলা চালাতে সক্ষম।

ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন নুজাবা'র মুখপাত্র হোসাইন আল মুসাভি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের লক্ষ্য হলো মার্কিন অশুভ পরিকল্পনা ও ষড়যন্ত্র নস্যাৎ করা। একইসঙ্গে গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের জবাব দেওয়া।

হোসাইন আল মুসাভি আরও বলেন, প্রতিরোধ সংগ্রামীরা দীর্ঘ দিন ধরে এ ধরণের লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। লড়াই চালানোর সাজ-সরঞ্জাম হাতে রয়েছে।

ইরাকের নুজাবা আন্দোলন আজ এক বিবৃতিতে ইসরাইলে হামলার দায় স্বীকার করে বলেছে, তারা ইসরাইলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হাইফার একটি ‘গুরুত্বপূর্ণ টার্গেটে’ হামলা চালিয়েছে।

ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লার ‘আল-আরকাব’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরাকি প্রতিরোধ সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধদের প্রতি সংহতি জানিয়ে হাইফায় হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।