সালেহ আল-আরুরির দুই বোনকে ধরে নিয়ে গেল দখলদার সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i133308-সালেহ_আল_আরুরির_দুই_বোনকে_ধরে_নিয়ে_গেল_দখলদার_সেনারা
বর্বর ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর থেকে হামাসের নিহত উপ প্রধান সালেহ আল-আরুরির দুই বোনসহ বহু মানুষকে ধরে নিয়ে গেছে। দখলদার সেনারা আজ ভোরে রামাল্লাসহ পশ্চিম তীরের বিভিন্ন শহরে হানা দিয়ে এসব ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • দালাল (বামে) ও ফাতিমা
    দালাল (বামে) ও ফাতিমা

বর্বর ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর থেকে হামাসের নিহত উপ প্রধান সালেহ আল-আরুরির দুই বোনসহ বহু মানুষকে ধরে নিয়ে গেছে। দখলদার সেনারা আজ ভোরে রামাল্লাসহ পশ্চিম তীরের বিভিন্ন শহরে হানা দিয়ে এসব ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনারা মাজরা’ আল-গারবিয়া, আরুরা ও বিরজিত শহরের পাশাপাশি জালাজোন শরণার্থী শিবিরে হানা দেয়। আজ ভোররাতে দখলদার সেনারা সাঁজোয়া যান ও সামরিক জিপে করে এসব শহরে ঢুকে পড়ে।

ইহুদিবাদী সেনারা বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করে ও সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা প্রচুর সংখ্যক ফিলিস্তিনিকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আটকদের মধ্যে সালেহ আল-আরুরির বোন দালাল আল-আরুরি ও ফাতিমা আল-আরুরি রয়েছেন।

হামাসের উপ প্রধান সালেহ আল-আরুরিকে গত ২ জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে। হামাসের পলিটব্যুরো সদস্য ইজ্জাত আর-রিশক ওই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত গুপ্তহত্যা বলে অভিহিত করেন।

শহীদ আরুরি হামাসের সিনিয়র পলিটব্যুরো সদস্য হওয়া সত্ত্বেও সামরিক দিকটি বেশি দেখাশুনা করতেন। এর আগে তিনি পশ্চিম তীরের যোদ্ধাদেরকে সশস্ত্র সংগ্রামে নামতে উদ্বুদ্ধ করেন। গত ৭ অক্টোবর হামাস ইসরাইরের অভ্যন্তরে ঢুকে যে হামলা চালিয়েছিল তার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন সালেহ আল-আরুরি।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।