জানুয়ারি ২৪, ২০২৪ ১৯:৫৩ Asia/Dhaka
  • আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার

ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, যেসব জায়গায় মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে এবং যেখানে তারা প্রশিক্ষণ দেয়ার জন্য কথিত ঘাঁটি গেড়ে রয়েছে সেসব জায়গায় তাদের হামলা অব্যাহত থাকবে।

প্রতিরোধকামী জোট সুস্পষ্ট করে বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা সমর্থন দেয়া বন্ধ না করা পর্যন্ত মার্কিন অবস্থানে হামলা চলতেই থাকবে।

পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম শরীক সংগঠন কাতাইব সাঈদ আশ-শুহাদার মহাসচিব আবু আলা আল-ওয়ালাই বুধবার এক বিবৃতিতে বলেন, তাদের অবস্থানের ওপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে তার সহযোদ্ধারা অপারেশনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে।

তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত গাজার ওপর থেকে অন্যায় অবরোধ না উঠে যাবে এবং চলমান বর্বর গণহত্যা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা চলবে।”

এদিকে, কাতাইব হিজবুল্লাহর মুখপাত্র জাফর আল-হোসাইনি এক বিবৃতিতে বলেছেন, “গাজায় আমাদের ভাইয়েরা বিজয় অর্জন না করা পর্যন্ত ইরাকের প্রতিরোধকমী যোদ্ধারা হামলা অব্যাহত রাখবে।”

তিনি বলেন, “ইসরাইলের যুদ্ধ-যন্ত্রগুলোর বিরুদ্ধে আমাদের হামলা চলতেই থাকবে। এটি স্বাধীনতাকামী জনগণের কাছে একটি গৌরবময় প্রতিশ্রুতি।”

মর্কিন হামলা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, মার্কিন সামরিক বাহিনী গতকাল ইরাকে বিমান হামলা চালিয়েছে। কাতাইব হিজবুল্লাহ এবং ইরাকের অন্য প্রতিরোধকামী সংগঠন ব্যবহার করে -এমন তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ