ইরাকি সার্বভৌমত্বের লঙ্ঘন
মার্কিন হামলার নিন্দা জানালো ইরাক, বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি
ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক সরকার। প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, এই বিমান হামলা সুস্পষ্টভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
তিনি বলেন, ওয়াশিংটন যে পদক্ষেপ নিয়েছে তা ইরাক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরাক এবং সিরিয়ার অভ্যন্তরে ৮৫টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। আমেরিকা থেকে উড়ে আসা বোমারু বিমানের সঙ্গে বহু সংখ্যক জঙ্গিবিমান এসব হামলায় যোগ দেয় বলে সেন্টকম জানিয়েছে।
হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্দান সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে যে হামলা হয়েছে তার জবাব দেয়া শুরু হয়েছে এবং এই জবাব অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।