মার্কিন বিমান ইসরাইলের যুদ্ধাপরাধ সংঘটনে সহযোগিতা করছে
https://parstoday.ir/bn/news/west_asia-i134840-মার্কিন_বিমান_ইসরাইলের_যুদ্ধাপরাধ_সংঘটনে_সহযোগিতা_করছে
দখলদার ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধাপরাধ সংঘটনে সহায়তা করার জন্য মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গুপ্তচরবৃত্তির মিশন চালাচ্ছে। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ওসামা হামদান গতকাল (শুক্রবার) এ অভিযোগ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৯:২৪ Asia/Dhaka
  • মার্কিন বিমান ইসরাইলের যুদ্ধাপরাধ সংঘটনে সহযোগিতা করছে

দখলদার ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধাপরাধ সংঘটনে সহায়তা করার জন্য মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গুপ্তচরবৃত্তির মিশন চালাচ্ছে। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ওসামা হামদান গতকাল (শুক্রবার) এ অভিযোগ করেছেন।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন বিমান থেকে গুপ্তচরবৃত্তির অভিযান পরিচালনা করে সেই তথ্য ইহুদিবাদী ইসরাইলকে গণহত্যা চালানোর জন্য সরবরাহ করা হচ্ছে। কোন ধরনের বিমানের সাহায্যে আমেরিকা গাজায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছে হামাসের পলিটব্যুরোর এ সদস্য সুনির্দিষ্টভাবে তা উল্লেখ না করলেও সাধারণত আমেরিকা সারা বিশ্বে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করে থাকে।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরু পর থেকে আমেরিকা দখলদার ইসরাইলকে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। মার্কিন প্রশাসন এ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির বিরুদ্ধে তিনবার ভেটো দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধের পদক্ষেপ নিলেও আমেরিকা এবং তার ঘনিষ্ঠ কয়েকটি মিত্র দেশ আগ্রাসন বন্ধের বিরোধিতা করছে। ইসরাইলের মতো মার্কিন প্রশাসনও হামাসকে পুরোপুরি নির্মূল করতে চাইছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৪