ইয়েমেনের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন বাহিনী
(last modified Sat, 24 Feb 2024 07:16:10 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৩:১৬ Asia/Dhaka
  • ইয়েমেনের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন বাহিনী

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। লোহিত সাগরে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি আনসারুলাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তার জের ধরে আমেরিকার সেনারা ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসন চালালো।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজ লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। পরে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা চালালে হুথি আনসারুলাহ আন্দোলন ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, গতকাল (শুক্রবার) শেষ বেলায় হুদাইদা প্রদেশের আল-কুয়াইজি এলাকায় ইঙ্গো-মার্কিন বাহিনী দুই দফা হামলা চালায়। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি সাবা।

এর কয়েক ঘন্টা আগে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের রাস ইসা বন্দরে তিনটি হামলা চালায়।

এদিকে, ডায়না শিপিং কোম্পানি জাহাজ পরিচালনার ক্ষেত্রে সুয়েজ খাল এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বলেছে, লোহিত সাগরে হামলা এবং গোলযোগপূর্ণ অবস্থার কারণে তারা এই রুট এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।

গত ডিসেম্বর মাসের প্রথমার্ধে সুয়েজ খালের এই রুটে যে পরিমাণে আন্তর্জাতিক জাহাজ চলাচল করেছে তার চেয়ে বর্তমানে শতকরা ৪০ ভাগ কমে গেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৪

ট্যাগ