মার্কিন বাহিনীর মারাত্মক বিমান হামলার প্রতিশোধ গ্রহণ এখনো সম্পন্ন হয়নি
https://parstoday.ir/bn/news/west_asia-i134906-মার্কিন_বাহিনীর_মারাত্মক_বিমান_হামলার_প্রতিশোধ_গ্রহণ_এখনো_সম্পন্ন_হয়নি
ইরাকের হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি ঘোষণা করেছেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রতিশোধ গ্রহণ এখনো পুরোপুরিভাবে নেয়া হয়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৯:৫৩ Asia/Dhaka
  • মার্কিন বাহিনীর মারাত্মক বিমান হামলার প্রতিশোধ গ্রহণ এখনো সম্পন্ন হয়নি

ইরাকের হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি ঘোষণা করেছেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রতিশোধ গ্রহণ এখনো পুরোপুরিভাবে নেয়া হয়নি।

গতকাল (রোববার) তিনি বলেন, ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের পক্ষ থেকে মার্কিন অবস্থানে হামলা আপাতত স্থগিত রাখার অর্থ এই নয় যে, সম্প্রতি মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে ইরাক এবং সিরিয়ায় বেশ কয়েকজন প্রতিরোধ যোদ্ধাকে যে হত্যা করেছে তার প্রতিশোধ গ্রহণ করা হবে না। তিনি বলেন, “বর্তমান শান্ত পরিস্থিতি মূলত প্রতিরোধ যোদ্ধাদের কৌশলে পরিবর্তন আনা এবং তাদেরকে পুনঃমোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ঝড়ের আগে শান্ত পরিবেশ বিরাজ করার ইঙ্গিত।”

আকরাম আল-কাবি সুস্পষ্ট করে বলেন, “আমরা ছোট প্রতিশোধে সন্তুষ্ট হবো না এমনকি সমান প্রতিশোধেও খুশি হবো না। ইরাকের পবিত্র ভূমিতে দখলদাররা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিটি রক্তের ফোটার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে।”

আন-নুজাবা মহাসচিব জোর দিয়ে বলেন, আরব এ দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন- বিদেশি শক্তিকে বহিষ্কারের জন্য ইরাকি প্রতিরোধকামী এ জোট তাদের অভিযান অব্যাহত রাখবে। তারা কখনো ফিলিস্তিনি ইস্যু ভুলে যাবে না এবং ফিলিস্তিনিদের সমর্থন দেয়া বন্ধ করবে না।

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী বহু সংখ্যক প্রতিরোধ সংগঠনের সমন্বয়ে গড়ে উঠেছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা হচ্ছে এই জোটের অন্যতম সদস্য।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।