কুরআন ফিলিস্তিনিদের প্রশান্তি এবং দৃঢ়তার প্রেরণা
https://parstoday.ir/bn/news/west_asia-i135564-কুরআন_ফিলিস্তিনিদের_প্রশান্তি_এবং_দৃঢ়তার_প্রেরণা
যুদ্ধের কঠোর পরিস্থিতি সত্ত্বেও রাফাহতে পবিত্র কোরআন হিফজে শিশুদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ফিলিস্তিনি এক সাংবাদিক। ফিলিস্তিনি সাংবাদিক রাবি আবু নাকিরাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০২৪ ১৭:৫৮ Asia/Dhaka
  • কুরআন ফিলিস্তিনিদের প্রশান্তি এবং দৃঢ়তার প্রেরণা

যুদ্ধের কঠোর পরিস্থিতি সত্ত্বেও রাফাহতে পবিত্র কোরআন হিফজে শিশুদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ফিলিস্তিনি এক সাংবাদিক। ফিলিস্তিনি সাংবাদিক রাবি আবু নাকিরাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে ওই মন্তব্য করেন।

আবু নাকিরা তার পোস্টে লিখেছেন: মসজিদে দখলদারদের বোমা হামলার পর রমজান মাসের আগমনের সাথে সাথে বাস্তুচ্যুত শিশুরা পবিত্র কুরআন মুখস্ত করতে শুরু করে। রাফাহ শহরের পশ্চিমে একটি তাঁবুতে একজন শিক্ষকের উপস্থিতিতে তারা পবিত্র কুরআন মুখস্ত করতে থাকে। ওই শিক্ষক ইসরাইলি অবরোধে থাকা খান ইউনূসের একজন উদ্বাস্তু হওয়া সত্ত্বেও হেফজে কুরআনের কাজ চালিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিনি শিশুদের কোরান শেখার আগ্রহ

উল্লেখ্য, ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শরণার্থীরা পবিত্র এ মাসকে স্বাগত জানায়। তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আধ্যাত্মিকতা ও ইবাদাত বন্দেগির মহিমায় ভরপুর এই মাসকে আন্তরিকভাবে গ্রহণ করে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন