গাজায় আরো এক ইহুদিবাদী সেনা নিহত; ইসরাইলি গণমধ্যমে ছবি প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i135952
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। দখলদার সামরিক বাহিনী আজ (রোববার) একথা নিশ্চিত করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৪, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • গাজায় আরো এক ইহুদিবাদী সেনা নিহত; ইসরাইলি গণমধ্যমে ছবি প্রকাশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। দখলদার সামরিক বাহিনী আজ (রোববার) একথা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থার তথ্য মতে, নিহত ওই সেনা দখলদার ইসরাইলের নাহল ব্রিগেডের সদস্য ছিল। ইসরাইলের গণমাধ্যম এই সেনার ছবি প্রকাশ করেছে। তবে ওই সেনা কখন এবং কোথায় নিহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর থেকে দখলদার সেনারা গাজা উপত্যকায় স্থল আগ্রাসন শুরু করে এবং সেই থেকে এ পর্যন্ত আড়াইশ’র বেশি ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।

তবে গাজার ইসলামি প্রতিরোধ যোদ্ধারা বলছে- দখলদার সরকার তাদের যত সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে, যুদ্ধে  ইসরাইলের প্রকৃত নিহত সেনার সংখ্যা তার চেয়ে অনেক বেশি। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইলের বহু গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।