আবাসিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু
দখলদার মার্কিন সেনারা সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে
দখলদার মার্কিন সেনারা ইরাক সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলে ১০টি স্থানে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত বিশ জন আহত হয়েছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান থেকে দেইর আয-জাওয়ার, আল-মায়াদিন এবং আল-বুকামাল শহরের আবাসিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন সেনারা সিরিয়ায় এ ধরনের হামলা চালায় বলে আমেরিকা বরাবর দাবি করে আসছে। তবে সিরিয়ার অভ্যন্তরে দখলদারিত্ব কায়েম এবং সামরিক হামলা চালানোর জন্য আমেরিকা কখনো দামেস্ক সরকার কিংবা জাতিসংঘের অনুমতি নেয়নি।
মার্কিন সেনাদের এই ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে সিরিয়া বেশ কয়েকবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছে। এসব চিঠিতে মার্কিন দখলদারিত্বের অবসান এবং দেশটির অভ্যন্তরে মার্কিন হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।