‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধবিরতির আলোচনা আটকে রেখেছে’
(last modified Wed, 27 Mar 2024 11:56:35 GMT )
মার্চ ২৭, ২০২৪ ১৭:৫৬ Asia/Dhaka
  • ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধবিরতির আলোচনা আটকে রেখেছে’

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা আটকে রেখেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল (মঙ্গলবার) এ মন্তব্য করেন হামাসের অন্যতম শীর্ষ নেতা গাজী হামাদ। তিনি জানান, ইসরাইলের বাধার কারণে আলোচনায় কোনো অগ্রগতি নেই। তেল আবিব যে অবস্থান নিয়েছে তা যুদ্ধবিরতি আলোচনার সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়।

গাজী হামাদ আরো বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইসরাইলের অবৈধ সরকার গাজা যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে এবং এ কারণে তারা যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেনি বরং তারা আলোচনায় বাধা সৃষ্টি করে সময় ক্ষেপণ করছে।

গাজী হামাদ বলেন, বর্তমানে ইসরাইল চুক্তির দ্বার বন্ধ রেখেছে কারণ চুক্তিতে পৌঁছানোর জন্য যে শর্ত পূরণ করা দরকার তা প্রত্যাখ্যান করেছে দখলদাররা। তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে তাদের প্রস্তুতি বিষয়ক প্রশ্নের কোনো জবাব এখনো দেয়নি ইসরাইল। প্রকৃতপক্ষে তেল আবিব একটি নোংরা খেলায় মত্ত এবং আলোচনার নামে মধ্যস্থতাকারীদেরকে বিভ্রান্ত করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭

ট্যাগ