আরো এক ইহুদিবাদী সেনার মৃত্যুর কথা নিশ্চিত করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i136092-আরো_এক_ইহুদিবাদী_সেনার_মৃত্যুর_কথা_নিশ্চিত_করল_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  • আরো এক ইহুদিবাদী সেনার মৃত্যুর কথা নিশ্চিত করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে।

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী গতকাল (বুধবার) সার্জেন্ট পদমর্যাদার এই সেনার মৃত্যুর কথা নিশ্চিত করে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই সেনা মারা যায়। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি ইসরাইলের সন্ত্রাসী বাহিনী।

এই সেনার মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত ইসরাইলের মোট ৫৯৭ জন সেনা নিহত হলো। এর মধ্যে বহু কর্মকর্তা এবং রিজার্ভ সেনা রয়েছে। ইসরাইলের স্বীকারোক্তি মতে- ৫৯৭ জনের মধ্যে ৩৪৪ জন মারা গেছে ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে। বাকি ২৫৩ জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে।

তবে স্বতন্ত্র গণমাধ্যম এবং ফিলিস্তিনের বিভিন্ন সূত্র বলছে, ইহুদিবাদী ইসরাইল যে সেনা মৃত্যুর কথা জানিয়ে আসছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এই বিপুল সংখ্যক সেনা হতাহত হওয়ার পরেও ইহুদিবাদী ইসরাইল যেসব লক্ষ্য নিয়ে গাজায় আগ্রাসন চালিয়েছে তার কোনটিই অর্জন করতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮