‘হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, আলোচনায় ছাড় দেবে না’
(last modified Thu, 11 Apr 2024 12:24:36 GMT )
এপ্রিল ১১, ২০২৪ ১৮:২৪ Asia/Dhaka
  • ‘হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, আলোচনায় ছাড় দেবে না’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা তার তিন ছেলে এবং চার নাতিকে হত্যা করার পরেও হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছে সেখানে এই শাহাদাতের ঘটনা প্রভাব ফেলবে না এবং হামাস তার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।

গতকাল (বুধবার) রাতে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। টেলিফোনের মাধ্যমে ইসমাইল হানিয়ার এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এর আগে গতকালই হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালিয়ে হত্যা করে। 

নিহত ইসমাইল হানিয়ার তিন ছেলে। 

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধবিরতির আলোচনা এবং হামাসের দাবি সম্পর্কে ইসমাইল হানিয়া বলেন, “আমাদের দাবি পরিষ্কার এবং সুনির্দিষ্ট। এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেব না। শত্রুরা যদি চিন্তা করে থাকে যে, আমার ছেলেদেরকে হত্যা করে তারা হামাসকে আলোচনার অবস্থান থেকে পিছু হঠাবে তাহলে তারা অলীক কল্পনার ভেতরে আছে।”#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ