এপ্রিল ৩০, ২০২৪ ১৯:০৩ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী। ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাপ্রধান হেরজি হালেভি রাফা শহরে আগ্রাসন চালানোর ব্যাপারে পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। 

খবরে আরো বলা হয়েছে, বন্দী বিনিময়ের চুক্তির বিষয়ে ইসরাইলি বাহিনী ৪৮ থেকে ৭২ ঘন্টা অপেক্ষা করবে। এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আগ্রাসন শুরু করবে ইসরাইলি বর্বর বাহিনী। 

ইহুদিবাদী ইসরাইলের বহুসংখ্যক ট্যাংক এরইমধ্যে অধিকৃত ফিলিস্তিন এবং গাজা সীমান্তে অবস্থান নিয়েছে। বন্দী বিনিময়ের ব্যাপারে যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে রাফাহ শহরে আগ্রাসন স্থগিত বা বিলম্বিত করা হতে পারে। 

রাফাহ শহরে বর্তমানে ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। সেখানে ইসরাইল আগ্রাসন শুরু করলে ব্যাপক গণহত্যা সংঘটিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০

ট্যাগ