এক নজরে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ সংকট
(last modified Mon, 08 Jul 2024 13:50:56 GMT )
জুলাই ০৮, ২০২৪ ১৯:৫০ Asia/Dhaka
  • এক নজরে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ সংকট

পার্সটুডে-ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে ইসরাইল গাজা উপত্যকার চোরাবালিতে আটকা পড়েছে। ইসরাইলের বিরোধী দলের প্রধান ইয়ায়ির ল্যাপিদও শেষ পর্যন্ত গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন।

ইহুদিবাদী সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি, ইসরাইলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের প্রতিবাদ সমাবেশ, সামরিক শক্তির দিক থেকেও ইসরাইল এখন শোচনীয় এক পরিস্থিতি মোকাবেলা করছে। এইসবই ইসরাইলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সংকট। পার্সটুডের এই প্রতিবেদনে আমরা ইসরাইলের অভ্যন্তরীণ সংকটগুলো পর্যালোচনা করার চেষ্টা করবো।

তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করলো ইহুদিবাদী বিক্ষোভকারীরা

দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরাইলি বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তায় রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। শহরকে উত্তর ও দক্ষিণে সংযোগকারী "আয়ালন" রাস্তাটি তারা অবরোধ করেছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা এই সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান দেয়। সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের একটি নতুন ঢেউ পুরো ইসরাইলজুড়ে ছড়িয়ে পড়েছে।

নেতানিয়াহুর বিচার দীর্ঘসময়ের জন্য স্থগিত রাখার জন্য আবেদন প্রত্যাখ্যাত

ইহুদিবাদী সংবাদপত্র "দ্য টাইমস অফ ইসরাইল" জানিয়েছে, ইসরাইলের অ্যাটর্নি জেনারেল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুর আইনজীবী তাদের প্রধানমন্ত্রীর বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল। অ্যাটর্নি জেনারেল তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছেন: নেতানিয়াহুকে তার মামলার বিচারের পরবর্তী তারিখ আসছে নভেম্বরে আদালতে হাজির হতে হবে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থার কঠোর চাপে রয়েছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কারণ হলো এই বিচার এড়ানো।

ইসরাইলি সেনাদের হামলায় ইহুদিবাদীদের হত্যার নয়া নথি

দৈনিক হারেৎজ নয়া নথি প্রকাশ করেছে। ওই নথিতে দেখা যায় "আকসা তুফান" অভিযানে ইসরাইলি সেনাবাহিনীর হাতে শত শত ইহুদিবাদী নিহত হয়েছে। নথি অনুসারে ইসরায়েলি সেনারা হ্যানিবল প্রটোকল লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি তারা ইহুদিবাদী বন্দীদের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে। জাতিসংঘের তদন্ত কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি সেনাদের হাতে অন্তত ১৪ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আমরা দীর্ঘ যুদ্ধের জন্য উপযুক্ত নই: ল্যাপিদ

ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, ইসরাইলের বিরোধী দলের প্রধান ইয়ায়ির ল্যাপিদ স্বীকার করেছেন: তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে ভেঙে পড়েছে। তিনি আরও বলেন: ইসরাইল সবসময় দীর্ঘ যুদ্ধের বিরুদ্ধে ছিল কারণ আমাদের সেনাবাহিনী রিজার্ভ সৈন্যের উপর নির্ভর করে। সুতরাং এই ধরনের দীর্ঘ যুদ্ধের জন্য তারা উপযুক্ত নয়। ল্যাপিদ বলেন: আমাদের যুদ্ধ বন্ধ করা উচিত। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা উচিত।

সামরিক শক্তির দিক থেকে ইসরাইলের অবস্থা শোচনীয়

ইহুদিবাদী মিডিয়া "কান" জানিয়েছে, ইসরাইলি মন্ত্রিসভা রিজার্ভ সেনাদের পরিষেবার ব্যাপারে নিরাপত্তা ও সামরিক কেন্দ্রগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে। সেইসাথে সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবার মেয়াদ ৩ বছর করার বিষয়টিও আলোচনায় তোলা হবে।

ইসরাইলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বিক্ষোভ

ইসরাইলি টিভি চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ইহুদিবাদী ১৮ জন মন্ত্রী এবং নেসেট (সংসদ) সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার পতন এবং ফিলিস্তিনি প্রতিরোধের সাথে যুদ্ধবিরতিসহ বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে।

প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জামের মান নিয়ে সংশয়

ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে, ইসরাইল গাজা উপত্যকার চোরাবালিতে আটকে গেছে। উত্তরাঞ্চলীয় ইসরাইলসহ দক্ষিণ লেবাননেও যুদ্ধের ফ্রন্টে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আল-জালিল অঞ্চলের আকাশেও হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে পারে নি। কাজেই ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইহুদিবাদী আহত হয়।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ