ইসরাইলি কারাগারে শহীদ হওয়ার আগে ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের ওপর নির্যাতন
পার্সটুডে- গাজা উপত্যকায় ফিলিস্তিন সরকারের তথ্যকেন্দ্র জানিয়েছে, দখলদার ইসরাইল গাজা উপত্যকায় এক হাজারেরও বেশি ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মীকে শহীদ করেছে।
এ খবর দিয়ে তারা আরো জানিয়েছে, ইসরাইল ৩১০ জনেরও বেশি ফিলিস্তিনি চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং কারাগারে তাদের ওপর নির্যাতন চালিয়েছে। পার্সটুডের রিপোর্ট অনুসারে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অফিস আরও জানিয়েছে, দখলদার ইসরাইল সরকার চিকিৎসা সরঞ্জাম এবং কোনো চিকিৎসা কর্মীকে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না।
গাজা উপত্যকায় ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের শহীদ ও নির্যাতনের বিষয়ে ফিলিস্তিনি সরকারের তথ্য অফিসের পরিসংখ্যান এমন সময় প্রকাশিত হলো যখন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের আবারও হুমকি দিয়েছেন।
হতাশাগ্রস্ত নেতানিয়াহু আবারও বলেছেন: যে কেউ গাজা থেকে একজন জীবিত জিম্মিকে উদ্ধার করবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে এবং গাজার বাসিন্দাদের অবশ্যই জীবন ও মৃত্যুর মধ্যে একটি পথ বেছে নিতে হবে।
গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ভয়ানক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে দক্ষিণের নেগেভ মরুভূমিতে সামরিক ঘাঁটির কাছে "সাদি টিমান" কারাগারের সাথে সম্পর্কযুক্ত বন্দীশালায় অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
**
গত বছর ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে, ইসরায়েলি শাসক ফিলিস্তিনের নিরস্ত্র ও নির্যাতিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নতুন করে গণহত্যা শুরু করেছে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গাজায় ইহুদিবাদী শাসকদের হামলায় ৪৪,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ১০৭,০০০ এরও বেশি আহত হয়েছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।