ফিলিস্তিনি আইন পরিষদের ভাইস চেয়ারম্যানের অভিযোগ
কিছু আরব সরকার এবং ইসরাইলের মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই গাজায় গণহত্যা
পার্সটুডে: ফিলিস্তিনি আইন পরিষদের ভাইস চেয়ারম্যান বলেছেন, পশ্চিমা ও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে এবং তেল আবিবের সঙ্গে আরব সরকারগুলোর সমন্বয়ে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত গণহত্যা চলছে।
ফিলিস্তিন আইন পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসান খারিশেহ অবরুদ্ধ গাজা উপত্যকা বিশেষ করে এর উত্তরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞ ও গণহত্যা অব্যাহত থাকার কথা উল্লেখ করে বলেছেন যে এই গণহত্যা ঘটেছে পশ্চিমাদের অংশগ্রহণে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তেল আবিবের সঙ্গে আরব সরকারগুলোর সমন্বয়ের ভিত্তিতে। পার্সটুডে-এর মতে,খারিশেহ বলেছেন যে গত চৌদ্দ মাসে গাজায় ইহুদিবাদী দখলদারদের মাধ্যমে সংঘটিত অপরাধজ্ঞ মানবজাতির ইতিহাসে নজিরবিহীন। একই সঙ্গে তিনি বলেছেন, হত্যা,ধ্বংস অবরোধের মাধ্যমে গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যা,বাস্তুচ্যুত,ক্ষুধা এবং তৃষ্ণা,এবং কিছু ক্ষেত্রে গাজা উপত্যকায় পাঠানো মানবিক সাহায্যে হস্তক্ষেপ করতে এবং বাসিন্দাদের হত্যা করার জন্য ভাড়াটেদের ব্যবহার করা হয়।
ফিলিস্তিনি আইনসভার ভাইস চেয়ারম্যান জোর দিয়ে আরো বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যেভাবে ইহুদিবাদী ইসরাইলকে আর্থিক ও অস্ত্র সহায়তা প্রদান করে গাজায় বর্বরোচিত গণহত্যায় সহযোগিতা দিয়েছে তা নজিরবিহীন এবং এসব অপরাধ পশ্চিমা দেশের জন্য কলঙ্কজনক। তিনি বলেন, যদি আরব দেশগুলো ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে নিরব না থাকত এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং আমেরিকা অবস্থান না নিত তা হলে ইহুদিবাদী ইসরাইল এই অপরাধযজ্ঞ সংঘঠিত করার সাহস পেত না।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরাইলি সরকার গাজা উপত্যকায় অরক্ষিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং এক লাখেরও বেশি আহত হয়েছে।
উল্লেখ্য যে ইসরাইলের শাসন কাঠামো ১০১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশার ফসল এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল অবৈধ ইসরাইল রাষ্ট্র এবং ১৯৪৮ সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর ধারাবাাহিক গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল।#
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।