অকুণ্ঠ সমর্থনের জন্য ইরান ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে ধন্যবাদ জানিয়ে হিজবুল্লাহর বিবৃতি
https://parstoday.ir/bn/news/west_asia-i144314-অকুণ্ঠ_সমর্থনের_জন্য_ইরান_ও_আয়াতুল্লাহ_খামেনেয়ীকে_ধন্যবাদ_জানিয়ে_হিজবুল্লাহর_বিবৃতি
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবাননের জনগণ, সরকার ও প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অকুণ্ঠ সমর্থন এবং ইরান সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২৪ ১৮:৩৫ Asia/Dhaka
  • অকুণ্ঠ সমর্থনের জন্য ইরান ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে ধন্যবাদ জানিয়ে হিজবুল্লাহর বিবৃতি

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবাননের জনগণ, সরকার ও প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অকুণ্ঠ সমর্থন এবং ইরান সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছে।  

পার্সটুডে জানিয়েছে, লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ হওয়ার পর ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতির একাংশে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সব ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়া হয়েছে। যার নেতৃত্বে এই সমর্থন এসেছে তিনি হলেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী।

বিবৃতিতে আরও বলা হয়, দখলদার ইসরাইলের আগ্রাসন চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তার প্রতিনিধি মোহাম্মদ রেজা শেইবানি, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এবং সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি একের পর এক বিভিন্ন দেশ সফর করেছেন। তারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা।

এই বিবৃতির আরেক অংশে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলা হয়েছে, 'লেবাননে ইসরাইলি আগ্রাসনে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শহীদ আমির আবদুল্লাহিয়ান একের পর এক সফর করেছেন। এসব কথা আমরা ভুলব না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডের শক্তিশালী সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ।'#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।