ট্রাম্পের গাজা-পরিকল্পনার কোনো আইনি, নৈতিক ও মানবিক ভিত্তি নেই: ইরানি বিশ্লেষক
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব ইসরাইলের আয়ু বাড়াবে না: বিশ্লেষক
পার্স-টুডে- আরব বিশ্বের খ্যাতিমান বিশ্লেষক আবদুল বারি আতওয়ান বলেছেন, গাজা বিক্রি করার মত স্থান নয় এবং আট হাজার বছরের ঐতিহ্যের অধিকারী মিশরও বিক্রি করার মত স্থান নয়।
আবদুল বারি আতওয়ান গাজা সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের কোনো কোনো মহলের প্রস্তাব মিশর সরকারের পক্ষ থেকে নাকচ করাকে দাঁতভাঙ্গা জবাব ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, , গাজা বিক্রি করার মত স্থান নয় এবং আট হাজার বছরের ঐতিহ্যের অধিকারী মিশরও বিক্রি করার মত স্থান নয়।
দৈনিক রাই আলইয়াওম-এ প্রকাশিত নিবন্ধে তিনি কায়রোর প্রতি ইসরাইলের কথিত বিরোধী-দলীয় ইহুদিবাদী নেতা ইয়ায়ির লাপিদ-এর গাজা সম্পর্কিত প্রস্তাব সম্পর্কে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে মিশরকে এ প্রস্তাব দেয়া হয়েছে যে দেশটি যেন ১৫ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ নেয় এবং এর বিনিময়ে মিশরের ঋণগুলো শোধ করা হবে। কিন্তু মিশর খুব দ্রুত ও জোরালোভাবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। আর এ থেকে বোঝা যায় মিশর আলকুদস বা পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকেন্দ্রীক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিতে অবিচল রয়েছে।
এই খ্যাতনামা আরব বিশ্লেষক আরও লিখেছেন, ইসরাইলের কথিত বিরোধী দলীয় ইহুদিবাদী নেতা অ্যামেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপাক-এ এই প্রস্তাব তুলেছিলেন। কিন্তু গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদেরকে বের করে দেয়ার মার্কিন-ইসরাইলি প্রস্তাবগুলো ব্যর্থ হয়েছে। প্রশ্ন হল গাজা যুদ্ধে ইসরাইলি ব্যর্থতার পর সেখানে ইসরাইলি সেনাদের কি হবে? গাজাকে বিক্রি করা যাবে না এবং আট হাজার বছরের ঐতিহ্যের অধিকারী মিশরও বিক্রি করার মত স্থান নয়। তাই লাপিদের ওই প্রস্তাব ইসরাইলের আয়ুকে বাড়াবে না।
এদিকে সৌদি দৈনিক আররিয়াদ বলেছে গাজার জনগণকে উচ্ছেদ সম্পর্কে ট্রাম্পের প্রস্তাব আকাশ-কুসুম কল্পনা মাত্র। দৈনিকটি বলেছে আরব সরকারগুলোর সমর্থন ছাড়া এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। এ ধরনের কোনো প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলে আরব সরকারগুলো যে তাতে বাধা দেবে এমন সম্ভাবনা খুব বেশি।
সাইয়্যেদ হাদি সাইয়্যেদ আফক্বাহি নামের বিশ্লেষক ট্রাম্পের গাজা সম্পর্কিত প্রস্তাবকে পুরোপুরি অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এর কোনো আইনি বা আইনগত, আন্তর্জাতিক, নৈতিক ও মানবিক ভিত্তি নেই। ট্রাম্প এ বিষয়ে এক সিদ্ধান্তহীন, উদ্বেগময় ও অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন। ইরানের এই বিশ্লেষক বলেছেন, বর্তমানে কানাডার মত দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন সরকারকে হুমকি দিচ্ছে, অথচ তিনি অতীতে ছিলেন মার্কিন সরকারের অনুগত। ট্রুডো বলেছেন, ট্রাম্পের গাজা-পরিকল্পনা বাস্তবায়ন হবে না এবং তিনি গাজার অধিবাসীদের তাড়িয়ে দিতে পারবেন না। #
পার্সটুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।