কানাডায় লাপু লাপু উৎসবে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ৯ জন নিহত
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত একটি ফিলিপিনো ঐতিহ্য উৎসবে দর্শনার্থীদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
ভ্যাঙ্কুভার পুলিশ বলেছে, গতকাল শনিবার রাত ৮টার পর ভ্যাঙ্কুভারের সড়কে এক উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৩০ বছর বয়সী গাড়িচালককে আটক করা হয়েছে। তিনি ভ্যাঙ্কুভারে বসবাস করেন। হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ মনে করছে, এটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে, গতকাল স্থানীয় সময় রাত আটটার একটু পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একদল পথচারী গাড়ির ধাক্কায় আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।
ভ্যাঙ্কুভার শহরের কাউন্সিলর পিট ফ্রাই বলেছেন, লাপু লাপু দিবস উৎসবটি অসাধারণ ছিল এবং সবাই খুব ভালো সময় কাটাচ্ছিল। হামলার খবর শুনে আমি এখানে এসেছি।"
ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের মেজর ক্রাইম সেকশনের নেতৃত্বে তদন্ত চলছে এবং জনসাধারণকে ঘটনা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য এগিয়ে আসতে এবং তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
লাপু-লাপু ছিলেন ফিলিপাইনের ম্যাকটান দ্বীপের একজন আদিবাসী নেতা ও যোদ্ধা, যিনি ১৫২১ সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান-এর বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত ও নিহত করেছিলেন। এই বিজয় এশিয়ায় ইউরোপীয় উপনিবেশবাদের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ হিসেবে বিবেচিত হয়।
'লাপু লাপু দিবস' হল ফিলিপিনো সংস্কৃতির অন্যতম বৃহত্তম উদযাপন, যা প্রথম ইউরোপীয় উপনিবেশকারীদের বিরুদ্ধে প্রতিরোধ প্রদর্শনকারী জাতীয় বীর লাপু লাপুরর স্মরণে পালিত হয়।
২০২৩ সালে ব্রিটিশ কলাম্বিয়া সরকার ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু দিবসকে স্বীকৃতি দেয়।#
পার্সটুডে/এমএআর/২৭