আনরোয়া'র দায়মুক্তি বাতিল: মানবাধিকার লঙ্ঘন বাড়াতে ইসরাইলকে আমেরিকার সবুজ সংকেত
(last modified Tue, 29 Apr 2025 10:35:03 GMT )
এপ্রিল ২৯, ২০২৫ ১৬:৩৫ Asia/Dhaka
  • আনরোয়া'র দায়মুক্তি বাতিল: মানবাধিকার লঙ্ঘন বাড়াতে ইসরাইলকে আমেরিকার সবুজ সংকেত

পার্সটুডে- ইরানের রাজনৈতিক বিশ্লেষক নাভিদ কামালি সতর্ক করে বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু সংস্থা বা আনরোয়া'র দায়মুক্তি বাতিল করা হলে আন্তর্জাতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং তেল আবিবকে গাজায় আরও বেশি মাত্রায় মানবাধিকার লঙ্ঘনে উৎসাহ দেবে।

মঙ্গলবার এক বিশ্লেষণে ইরানি বিশেষজ্ঞ নাভিদ কামালি আনরোয়া'র বিচারিক দায়মুক্তি প্রত্যাহারের সাম্প্রতিক মার্কিন সিদ্ধান্তকে ওয়াশিংটনের পররাষ্ট্র নীতিতে গভীর এবং উদ্বেগজনক পরিবর্তনের লক্ষণ হিসেবে বর্ণনা করে বলেন, এই সিদ্ধান্ত কেবল একটি বিচ্ছিন্ন আইনি পরিবর্তন নয় বরং এটি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকামী লক্ষ্যের সাথে নতুন মার্কিন প্রশাসনের স্পষ্ট সাদৃশ্য এবং মানবিক সহায়তার ক্ষেত্রে সক্রিয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর উপর বিশেষ করে গাজা উপত্যকায় চাপ বৃদ্ধির লক্ষণ।

নাভিদ কামালি এই পদক্ষেপকে পূর্ববর্তী মার্কিন প্রশাসনের নীতির সাথে সাংঘর্ষিক বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো সেইসব প্রতিষ্ঠানের উপর চাপ বৃদ্ধি করা যারা তাদের মানবিক মিশনের কাঠামোর মধ্যে থেকে মার্কিন ও ইসরাইলি স্বার্থের বাইরে কাজ করে।

এই সিদ্ধান্তের কারণ উল্লেখ করে পশ্চিম এশিয়া অঞ্চল বিষয়ক এই বিশেষজ্ঞ ইসরাইলপন্থী লবিগুলোর ভূমিকা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সাথে ট্রাম্প প্রশাসনের কৌশলগত সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন। তিনি আরও বলেন, ইসরাইল বছরের পর বছর ধরে ফিলিস্তিনি শরণার্থী ইস্যুটিকে ভুলিয়ে দিতে আনরোয়াকে দুর্বল এবং নির্মূল করার চেষ্টা করে আসছে।

তিনি আরও বলেন, গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানটিকে দুর্বল করা মানবিক বিপর্যয়ের কারণ হবে এবং লক্ষ লক্ষ অসহায় মানুষের জীবনকে হুমকির মুখে ফেলবে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।