ইসরাইলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন উপেক্ষার ফল হলো গাজা পরিস্থিতি: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i151788-ইসরাইলের_পক্ষ_থেকে_আন্তর্জাতিক_আইন_উপেক্ষার_ফল_হলো_গাজা_পরিস্থিতি_জাতিসংঘ
পার্সটুডে- জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যু, ধ্বংসযজ্ঞ, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি ইসরায়েলি নীতির ফসল, যা আন্তর্জাতিক আইনবিরোধী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাসীনতার প্রতিফলন।
(last modified 2025-09-08T13:26:17+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৫ ১২:৪৭ Asia/Dhaka
  • গাজার ভয়াবহ অবস্থা
    গাজার ভয়াবহ অবস্থা

পার্সটুডে- জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যু, ধ্বংসযজ্ঞ, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি ইসরায়েলি নীতির ফসল, যা আন্তর্জাতিক আইনবিরোধী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাসীনতার প্রতিফলন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেন, গাজায় শোচনীয়ভাবে বন্দী হয়ে পড়া বেসামরিক নাগরিকদের সহায়তা করুন, হেগের আন্তর্জাতিক আদালতের নির্দেশনা বাস্তবায়ন করুন এবং যুদ্ধ বন্ধ করুন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি গাজার জনগণের বিরুদ্ধে বাধ্যতামূলক উচ্ছেদের নির্দেশ জারি করেছে—যা দুর্ভিক্ষের সতর্কতা ঘোষণার দুই সপ্তাহ পর এবং তীব্র সামরিক হামলার ছায়ায় সংঘটিত হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দোজারিকও গাজায় ইসরায়েলি হামলা ও বাধ্যতামূলক উচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব হামলা আরও বেশি মানুষের বাস্তুচ্যুতি ঘটাচ্ছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।