হামাস নেতার সতর্ক বার্তা
ফিলিস্তিনি বন্দিদের তালিকায় কারচুপি করেছে ইসরায়েল: গাজী হামাদ
-
হামাসে'র রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসে'র রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ অভিযোগ করেছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী ফিলিস্তিনি বন্দিদের তালিকা নিয়ে খেলা করছে এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি তাদের প্রতিশ্রুতি সত্ত্বেও যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে।
আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে গাজী হামাদ সতর্ক করে বলেছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাথেও একই আচরণ করছে।
মিশরের শারমুশ-শেখে আসন্ন বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, হামাস আশা করে চুক্তির বিধান অনুসারে সঠিকভাবে তা বাস্তবায়িত হবে।
ইসরায়েল বন্দিদের তালিকায় কারচুপি করছে এবং মুক্তি দেওয়া উচিত এমন কিছু নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে করা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
গাজী হামাদ সতর্ক করে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার হুমকি অব্যাহত রেখেছে। তিনি গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে এবং চুক্তি বাস্তবায়নে বাধ্য করার জন্য আন্তর্জাতিক ও আরব বিশ্বকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
হামাদ জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি পূর্ণ প্রতিষ্ঠা এবং দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এবং ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার আদায়ের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক গ্যারান্টি প্রদান করতে হবে।
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবিরোধ ইসরায়েলের বন্দিদের তালিকা হেরফের করার সাথে সম্পর্কিত। তিনি পুনরায় গুরুত্বের সাথে বলেন, ইসরায়েল আমেরিকাসসহ মধ্যস্থতাকারীদের সাথেও সৎ নয়।
হামাস নেতা বলেন, মিশর, কাতার তুরস্কের মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাথে পূর্ণ সমন্বয় করে হামাস চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের চেষ্টা করছে। যার মধ্যে বন্দিবিনিময়, আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে।
ইসরায়েলি শাসকগোষ্ঠী ৭ অক্টোবর ২০২৩ তারিখে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তাদের প্র্যধান দুই লক্ষ্য ছিল হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং গাজা থেকে থেকে ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে নেওয়া কিন্তু তারা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় এবং বন্দি বিনিময়ে হাগাসের সাথে একমত হতে বাধ্য হয়।
৯ অক্টোবর, হামাস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে ঘোষণা করে যে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনীও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, বন্দিবিনিময়ের প্রথম ধাপে হামাস ৭ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি বন্দিরা মুক্তির অপেক্ষায় রয়েছে।#
পার্সটুডে/জিএআর/১৩