সকল জীবিত ইসরাইলি বন্দীকে মুক্তি দিলো হামাস
-
সকল জীবিত ইসরাইলি বন্দীকে মুক্তি দিলো হামাস
পার্সটুডে-মিশরের "শারমুশ-শেখ"-এ গাজা যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে যে চুক্তি হয়েছে ওই চুক্তি অনুসারে প্রতিরোধ আন্দোলন হামাস সকল জীবিত ইসরাইলি বন্দীকে মুক্তি দিয়েছে।
ইসরাইলি চ্যানেল ১৩ ঘোষণা করেছে যুদ্ধবিরতি আলোচনার প্রথম পর্যায়ের চুক্তি অনুসারে হামাস আন্দোলন সোমবার দুটি পর্যায়ে সকল জীবিত ইসরাইলি বন্দীকে মুক্তি দিয়েছে। পার্সটুডে অনুসারে, প্রতিরোধ বাহিনী প্রথম পর্যায়ে ৭ জন ইসরাইলি বন্দীকে এবং দ্বিতীয় পর্যায়ে ১৩ জনকে আন্তর্জাতিক রেডক্রস সংস্থার কাছে হস্তান্তর করেছে।
ইসরাইলি সূত্রগুলোও নিশ্চিত করেছে যে বন্দী বিনিময়ের দুটি পর্যায়ে, সমস্ত জীবিত ইসরাইলি বন্দীকে, রেডক্রস থেকে গ্রহণ করা হয়েছে। জীবিত ইসরাইলি বন্দীর সংখ্যা সংখ্যা ২০ জন বলে জানিয়েছে সূত্রগুলো।
এই সূত্রগুলি আরও যোগ করেছে যে ইসরায়েলি বন্দীদের প্রথম দলটি গৃহীত হয়েছে এবং দ্বিতীয় দলটি অধিকৃত অঞ্চলে যাওয়ার পথে রয়েছে।
ইসরাইলি চিকিৎসা সংস্থাও ঘোষণা করেছে যে রেডক্রস থেকে গৃহীত বন্দীরা পুরোপুরি সুস্থ রয়েছে।
এদিকে, রয়টার্স একটি সরকারি সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, ইসরাইলের সাথে বন্দি বিনিময়ের অংশ হিসেবে সোমবার মুক্তি পাওয়া ১,৬৬ জন ফিলিস্তিনি বন্দীর সবাই ইসরাইলি কারাগারের ভেতর থেকে বাসে উঠেছে।
তবে, ফিলিস্তিনি সংবাদ সূত্র জানিয়েছে, দখলদারদের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তালিকায় অনেক অস্পষ্টতা রয়েছে এবং ইসরাইল চুক্তির বিপরীতে তালিকাটি হেরফের করার পাশাপাশি গাজা প্রতিরোধ আন্দোলন হামাসের কিছু বিশিষ্ট ব্যক্তির মুক্তি রোধ করার চেষ্টা করছে।#
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।