ইসরায়েলের ওপর গাজায় গণহত্যার ভয়াবহ পরিণতি: হারেৎজ
-
ইসরায়েলের ওপর গাজায় গণহত্যার পরিণতি
পার্সটুডে-একটি ইহুদিবাদী সংবাদপত্র লিখেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার পরিণতি ইসরায়েলের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে প্রভাব ফেলছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সাংস্কৃতিক এবং শিক্ষাগত নিষেধাজ্ঞাগুলো বিশ্বজুড়ে এখনও বিদ্যমান রয়েছে এবং তেল আবিবের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। পার্সটুডে আরও জানায়, ইহুদিবাদী সংবাদপত্র হারেৎজ এক নিবন্ধে উল্লেখ করেছে যে 'সংস্কৃতি এবং শিক্ষার দিক থেকে গাজায় গণহত্যার পরিণতি ইসরায়েলের ওপর অব্যাহত রয়েছে। পত্রিকাটি জোর দিয়ে বলেছে যে শত্রুতা বন্ধ হওয়া এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের আপেক্ষিক প্রত্যাবর্তন সত্ত্বেও, ইহুদিবাদী ইসরাইয়েলের জন্য গাজায় গণহত্যার পরিণতি এখনও শেষ হয়নি।
এই প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় দেশগুলি ইউরোভিশন গানের প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে প্রতিবাদস্বরূপ ইসরাইলকে বয়কট করা ইহুদিবাদী মহলে মারাত্মক ধাক্কার সৃষ্টি করেছে। সংবাদপত্রটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনের দিকে ইঙ্গিত করে বলেছে যে, ইসরাইলের মানুষ যুদ্ধ শেষ বলে মনে করে, কিন্তু এর বাইরে গাজা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হারেৎজ আরও জানিয়েছে যে গাজায় মানবিক ক্ষয়ক্ষতি, মানবিক সংকট এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার কারণে আইরিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ইউরোভিশন থেকে সরে এসেছে। বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি লেখক ও সাহিত্যিক ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইসরায়েলি সঙ্গীত নিষিদ্ধ করার আন্তর্জাতিক উদ্যোগ এবং শাসকগোষ্ঠীর চলচ্চিত্র বয়কট অভিযান অব্যাহত রয়েছে। সেইসাথে ওই বয়কট অভিযানে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতাদের যোগদানের ধারাও অব্যাহত রয়েছে। অপরদিকে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণা প্রকাশে ইউরোপীয়দের অস্বীকার এবং সম্মেলনে আমন্ত্রণ না জানানোর ঘটনাও প্রকাশ্য ও গোপন ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে। হারেটজ সতর্ক করে বলেছে, সাংস্কৃতিক ও একাডেমিক মহলে ইসরাইলের ভাবমূর্তি এখনও খুবই নেতিবাচক। অধিকৃত অঞ্চলের বাইরে যুদ্ধের বিরোধিতা দখলদারিত্বের বিরোধিতায় পরিণত হয়েছে। প্রতিবেদন অনুসারে, গভীর বিপদ হল নরম শক্তির ক্ষয়, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সহযোগিতার হুমকি এবং ইসরাইল থেকে বিজ্ঞানী ও বুদ্ধিজীবীদের পলায়ন ত্বরান্বিত হওয়ার আশঙ্কা।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন