ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি শহীদ
(last modified Fri, 26 Aug 2016 14:43:56 GMT )
আগস্ট ২৬, ২০১৬ ২০:৪৩ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন। ওফরা নামের অবৈধ ইসরাইলি বসতির কাছে আজ বিকেলে এ ঘটনা ঘটেছে।

দখলদার ইসরাইলি সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র আজ এক বিবৃতিতে দাবি করেছে, রামাল্লা থেকে ১২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সিলওয়াদ গ্রামের প্রবেশ-মুখে একজন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের চেক পোস্টের দিকে দৌড়ে আসতে থাকলে সেনারা খুব কাছ থেকে তার দিকে গুলি ছোঁড়ে এবং এতে ঘটনাস্থলেই সে মারা যায়। শহীদ এই ফিলিস্তিনির নাম আইয়াদ জাকারিয়া হামিদ এবং ৩৮ বছর বয়স্ক এই ফিলিস্তিনি ছিলেন তিন সন্তানের জনক। 
এর আগে ইসরাইলের সংবাদ-মাধ্যমগুলো বলেছিল নিহত ফিলিস্তিনি তার গাড়ি থেকে গুলি চালিয়েছিল এবং তার সঙ্গে ছিল একজন নারী। ইসরাইলি সেনারা তাকে ওই গাড়িতেই গুলিবিদ্ধ করে।  কিন্তু পরে তদন্ত চালিয়ে দেখা গেছে এই ফিলিস্তিনি ছিলেন নিরস্ত্র ও তার পক্ষ থেকে গুলি বর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। 
এই ঘটনার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ বেথেলহামে হানাদার ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি পায়ে গুলিবিদ্ধ হন। 
গত বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নাবলুস শহরের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে  ২৪ বছর বয়স্ক এক ফিলিস্তিনি শহীদ হন। এই যুবক এক ইসরাইলি সেনাকে ছুরি মেরে হত্যা করতে চেয়েছিল বলে ইসরাইলি সেনারা দাবি করেছে। ফিলিস্তিনিরা  ছুরি নিয়ে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে-এমন মিথ্যা অভিযোগ তুলে দখলদার ইহুদিবাদী সেনারা প্রায়ই ফিলিস্তিনি শিশু-কিশোর ও নারীসহ বেসামরিক এবং নিরপরাধ বহু ফিলিস্তিনিকে হত্যা করছে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৬      
 

ট্যাগ