সৌদির একদল 'শিশু' আরব বিশ্বকে ধ্বংস করতে চায়: আমর মুসা
আরব লিগের সাবেক মহাসচিব আমর মুসা ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের চলমান হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, 'এটি একটি অদ্ভুত, অন্যায্য ও ভুল পদক্ষেপ'।
তিনি সৌদি আরবের যুব-বয়সী যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রীসহ নতুন প্রজন্মের কম-অভিজ্ঞ নেতাদের দিকে ইঙ্গিত করে বলেছেন, আরবদের ভাগ্য বা পরিণতির নিয়ন্ত্রণ পড়েছে এমন একদল শিশুর হাতে যারা দাম্ভিকতাপূর্ণ ও বেপরোয়া থাকার মত কম বয়সে রাষ্ট্র-ক্ষমতা হাতে নিয়েছেন। বুধবার সিবিসি টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এইসব মন্তব্য করেন আমর মুসা।
তিনি বলেছেন, ওরা আরব জাতিগুলোকে হত্যা করে ভয়ানক ও নৃশংস অপরাধে জড়িত হয়েছে এবং একইসঙ্গে আরব বিশ্বের নানা অঞ্চলে গোত্রীয় বিভেদ ও সংঘাত ছড়িয়ে দিচ্ছে।
আমর মুসা আরও বলেছেন, ‘ওরা এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র করে ক্ষমতাসীন সরকারগুলোকে দুর্বল করছে এবং তাদের সশস্ত্র বাহিনীগুলোকে ধ্বংসের পদক্ষেপ নিচ্ছে। ওরা একইসঙ্গে আরব দেশগুলোকে টুকরো টুকরো করা ও অন্তহীন গৃহযুদ্ধ বাধানো এবং এই দেশগুলোর অর্থনীতি ধ্বংসের পাশাপাশি ইয়েমেন, সিরিয়া, লিবিয়া ও ইরাকের জনগণকে শরণার্থীতে পরিণত করার কর্মসূচি হাতে নিয়েছে।’
আরব লিগের সাবেক প্রধান আরও বলেছেন, ইসরাইল এইসব (ধ্বংসাত্মক) পদক্ষেপ এক হাজার বছরেও সম্পন্ন করতে পারত না। তিনি আরব দেশগুলোতে সৌদি সরকারের প্রকাশ্য হস্তক্ষেপসহ ইয়েমেনে সৌদি আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানাতে আরব সরকার এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
আমর মুসা এমন সময় এসব নিন্দা জানালেন যখন সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের নানা অঞ্চলে নির্বিচার বিমান হামলা অব্যাহত রেখেছে এবং এইসব হামলায় এ পর্যন্ত অন্তত ১০ হাজার ইয়েমেনি নিহত হয়েছে।
এদিকে, সৌদি জোটের মুখপাত্র আহমাদ আল আসিরি স্বীকার করেছেন যে, ইয়েমেন যুদ্ধের সমীকরণ বদলে গেছে। সৌদি সীমান্ত, শহর ও সৌদি জনগণ এখন ইয়েমেনি হামলার শিকার হচ্ছে এবং তা গ্রহণযোগ্য নয়। সৌদি সরকার ইয়েমেনিদের সঙ্গে আচরণে পরিবর্তন এনেছে বলে তিনি দাবি করেছেন।
ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী সরকার ও সংসদের কাছে পদত্যাগকারী দেশটির সৌদিপন্থি সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। মার্কিন সরকারসহ পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরাইল সৌদি হামলাকে সমর্থন করছে এবং এ হামলায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে।
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনসহ দেশটির বিপ্লবী সরকার সেদেশে সৌদি হস্তক্ষেপের বিরোধী এবং তারা ইসরাইল-মার্কিন বিরোধী হিসেবেও পাশ্চাত্যের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/৯